অভিবাসীদের নিয়ে যখন পুরো ইউরোপ জুড়ে হৈ-চৈ চলছে, তখন জার্মানীর ক্ষমতাসীন দলের এমপি মার্টিন প্যাটজেল্ট দুই আফ্রিকান শরণার্থীকে তার বাড়িতে আশ্রয় দিয়েছেন এবং তাদের কাজ খুঁজে পাওয়ার জন্যও সাহায্য করছেন তিনি। শরণার্থীদের একজন হ্যাবেন (১৯) এবং অপরজন আওয়েট (২৪)। তারা গত দুমাস ধরে এই এমপির বাড়িতেই থাকছেন।

তার এই উদ্যোগ সেখানে বিতর্কের সৃষ্টি করলেও মিস্টার প্যাটজেল্ট বলছেন, অভিবাসীদের নিয়ে ইউরোপ জুড়ে যে মারাত্মক অবস্থা দেখা যাচ্ছে, সেটা দূর করতেই তিনি এধরণের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এমন উদ্যোগের প্রশংসাও কুড়িয়েছেন ক্ষমতাসীন দলের এই এমপি।

-বিবিসি