আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণুবিজ্ঞানী এ পি জে আবদুল কালামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তাকে দাফন করা হয় তাঁর জন্মস্থান তামিলনাড়ু রামেশ্বরমে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার, সংসদবিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীসহ প্রমুখ।

‘জনতার রাষ্ট্রপতি’-খ্যাত আবদুল কালামকে শেষ বিদায় জানাতে আজ সকাল থেকে রামেশ্বরমের সড়কে হাজারো মানুষের ঢল নেমেছিল। তাঁরা শেষবারের মতো তাঁদের প্রিয় মানুষটিকে শ্রদ্ধা জানাতে চান।

‘ভারতের মিসাইলম্যান’ খ্যাত আবদুল কালাম (৮৪) গত সোমবার সন্ধ্যায় মেঘালয়ের রাজধানী শিলংয়ে বক্তৃতা করার সময় হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পড়ে যান।  এ সময়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, আবদুল কালাম চিরকুমার ছিলেন।