“ক্লাব ইলাভেন” এর ইফতারের আয়োজন সমাপ্ত
গতকাল আন্ডারগ্রাউন্ড ফুটবলের শীর্ষে থাকা “ক্লাব ইলাভেন” এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন। ক্লাবটির প্রতিষ্ঠাতা মিস্টার আকবর হায়দার মুন্না এর প্রধান আয়োজক ছিলেন। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল “ক্যাফে হ্যালো ধান্মন্ডি-তে”।
অনুষ্ঠানে ক্লাবের সকল খেলোয়াড়বৃন্দের উপস্থিতির পাশাপাশি ছিলেন ক্লাবের কর্মকর্তা ও শুভাকাঙ্খিরাও। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিলো আন্ডারগ্রাউন্ড ফুটবলের বিভিন্ন খেলোয়াড়দেরও।
অনুষ্ঠান চলাকালে ছবি
এ সময়ে সকলের সমন্বয়ে “ক্লাব ইলাভেন” এর উন্নতি ও সফলতা সাধিত করার লক্ষে এক দোয়ার আয়োজন করেছিলেন প্রধান আয়োজক মিস্টার আকবর হায়দার মুন্না।
প্রধান আয়োজক বলেছিলেন, আসছে ঈদে দেশের মানুষ যেন তাদের পরিবারের সাথে হাসি-খুশী মনে ঈদ করতে পারেন এবং ঈদ যাপনের পর সাবধানে যেন তারা তাদের কর্মক্ষেত্রে আবার ফিরে আসতে পারেন তারই উদ্দেশে এই দোয়ার আয়োজন করা হয়েছিলো। শুধু তাই নয়, এর ফলে “ক্লাব ইলাভেন” এর উন্নয়ন ঘটবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করছেন।
দোয়া চলাকালে ছবি
উপস্থিত সকলে বলেছিলেন, এই আয়োজনের প্রক্ষিতে দেশের আন্ডারগ্রাউন্ড ফুটবলের উত্তর-উত্তর প্রসার ও উন্নয়ন ঘটবে এবং একসময় এখান থেকেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় যোগান দিতে সক্ষম হবে বলে ধারণা করছেন ফুটবল প্রেমীরা।
উল্লেখ্য, ক্লাবটি তার জন্মলগ্ন থেকেই এ ধরণের আয়োজন করে আসছেন।
0 Comment