প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী আর নেই। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সোয়া সাতটায় যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ডিউক মেডিকেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। আমজাদ খান চৌধুরী অনেক দিন ধরেই ডায়াবেটিক ও হৃদ্রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সহ বিশিষ্ট জনেরা শোক প্রকাশ করেছেন।

আমজাদ খান চৌধুরীর মৃতদেহ যুক্তরাষ্ট্র থেকে আনার পর ঢাকার সামরিক কবরস্থানে সমাহিত করা হবে বলে জানান তার ছোট ছেলে আহসান খান চৌধুরী।