আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে নিল চিলি। এই প্রথমবারের মত দলটি বড় কোন আসরে শিরোপা জিততে সক্ষম হল। টানটান উত্তেজনাপূর্ণ খেলাটিতে চিলি তাদের সেরাটা উজার করে দিয়ে আর্জেন্টিনাকে দমিয়ে রেখেছিল পুরো ম্যাচে। ম্যাচটিতে আর্জেন্টিনার প্রভাব খুব বেশি পরিলক্ষিত না হলেও চিলি খেলেছে তার উদ্যম গতিতে। খেলার নির্ধারিত সময় ৯০ মিনিট পেড়িয়ে গেলেও গোলের কোন দেখা পাই নি কোন দল। ফলে খেলাটি অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানেও গোলের কোন সন্ধান না পাওয়ায় নিয়ম অনুযায়ী খেলা চলে যায় টাইব্রেকারে। আর সেখানেই ৪-১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নেয় চিলি।

চ্যাম্পিয়ন চিলি

ট্রাইবেকারের মুহূর্ত

উল্লেখ্য, চিলির হয়ে জয়সূচক গোলটি করেন স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ।