হলিউডের অস্কারজয়ী চলচ্চিত্র টাইটানিকের সুরস্রষ্টা জেমস হর্নার ক্যালিফোর্নিয়াতে বিমান দুর্ঘটনায় মারা গেছেন। ৬১ বছর বয়সী মি. হর্নার দু’বার অস্কার জয় করেন। দুই-আসনের বিমানটিতে তিনি একাই আরোহী ছিলেন বলে খবরে বলা হচ্ছে। সোমবার ভোরে শান্তা বারবারা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

জেমস হর্নার হলিউডের চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরনের সাথে টাইটানিকসহ তিনটি চলচ্চিত্রে সঙ্গীত নির্দেশক হিসেবে কাজ করেন।

এছাড়া বিখ্যাত ‘এ বিউটিফুল মাইন্ড’, ‘ট্রয়’ এবং ‘অ্যাপোলো থার্টিন’ সিনেমাতেও কাজ করেছেন সদ্য প্রয়াত মি হর্নার।

-বিবিসি বাংলা