ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দায়েরকৃত পৃথক ১০ মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে ওই মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে আদালত।

মঙ্গলবার বিচারপতি নেজামুল হক ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

উল্লেখ্য, গত বছর নিউ ইয়র্কে টাঙ্গাইল সমিতির আয়োজনে এক অনুষ্ঠানে পবিত্র হজ নিয়ে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা দায়ের করা হয়।

-দৈনিক ইত্তেফাক