চুক্তিবদ্ধ হলেন ডিফেন্ডার জো গোমেজ
শনিবার ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুল এর কর্তৃপক্ষ ডিফেন্ডার জো গোমেজের সাথে পাঁচ বছরের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের এ খেলোয়াড় সেন্ট্রাল ডিফেন্স অথবা ফুল ব্যাক পজিশনেও খেলতে সক্ষম। দক্ষ এ খেলোয়াড়টিকে নিতে ক্লাবটিকে সাড়ে তিন মিলিয়ন পাউন্ড গুনতে হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানান হয়।
গোমেজ ছাড়াও ক্লাবটিতে আরও চুক্তিবদ্ধ করা হয়েছে জেমস মিলনার, ড্যানি ইংস এবং এডাম বোগডান খেলোয়াড়কেও।
-খবর বাসসের
0 Comment