কোপা আমেরিকার ‘বি’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ২-২ গোলে ড্র করে প্যারাগুয়ে। তবে শুরু থেকেই আর্জেন্টিনা ভালোই খেলছিল।

খেলার প্রথমার্ধের ২৯ মিনিটের মাথায় দলের পক্ষে প্রথম গোল করেন আর্জেন্টিনার স্ট্রাইকার অ্যাগুয়েরো। তার কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করে দেন মেসি। আর এই দুই গোলের মধ্যেই শেষ হয় খেলার প্রথমার্ধ।

খেলার দ্বিতীয়ার্ধে, খেলার ৬০ মিনিটে প্যারাগুয়ের স্ট্রাইকার ভালদেজ ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হয়। খেলার ৯০ মিনিটে বারিওস সমতা সূচক গোলটি করে পরাজয়ের গ্লানি থেকে দলকে মুক্ত করেন। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনা দলকে।