সফলভাবে পরিসমাপ্তি ঘটলো আন্ডারগ্রাউন্ড চ্যাম্পিয়ন্স লীগের পঞ্চম আসর।
দীর্ঘ ৭ দিন পর আজ রাত ৮ ঘটিকায় জমকাল অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্ডারগ্রাউন্ড চ্যাম্পিয়ন্স লীগ সিজন -৫ এর সফল পরিসমাপ্তি ঘটলো। এবারের চ্যাম্পিয়ন লীগে তিনবারের চ্যাম্পিয়ন ও একবারের রানারাপ “ক্লাব ইলেভেন” তাদের জয়ের মুকুট ধরে রেখেছে পঞ্চমবারের মতও। এই আসরে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল “আন্ডারগ্রাউন্ড লিজেন্ডস”।
চ্যাম্পিয়ন্স দল “ক্লাব ইলেভেন”
খেলার প্রথমার্ধে জাহেদুল আলাম তানিন প্রথম গোল করে খেলার পার্থক্য গড়ে তুলেন এবং পরে দ্বিতীয়ার্ধে মাহাবুব আলাম রাজু দ্বিতীয় গোলটি করে “আন্ডারগ্রাউন্ড লিজেন্ডস” এর বিজয়ের মুকুট অর্জনের আশা ভঙ্গ করে দেয়। ফলে মুকুট জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যান “ক্লাব ইলেভেন”।
উত্তেজনাকর ইউ. সি. এল -৫ এর চ্যাম্পিয়ন ট্রফি প্রাধান করেন, প্রধান অতিথি অমলেশ সেন দাস এবং বিশেষ অতিথি আহমেদ আসিফ হাসান।
প্রধান অতিথি ও বিশেষ অতিথির কাছ থেকে পুরুস্কার নিচ্ছেন খেলোয়াড়রা।
এবারে ইউ. সি. এল -৫ এ ব্যক্তিগত ও দলের পুরুস্কার যারা পেলেন,
ক্রমিক নং | পুরুস্কারের ধরন | দলের নাম | ব্যক্তির নাম | পুরুস্কার |
১ | বেস্ট গোলকিপার | ক্লাব ইলেভেন | পলিন | ক্রেস্ট+ প্রাইজ মানি |
২ | বেস্ট ডিফেন্ডার | লাইকান্স এফ. সি | সাদ | ক্রেস্ট+ প্রাইজ মানি |
৩ | বেস্ট মিডফিল্ডার | পজাইডন অল স্টার থেকে | সাকিব | ক্রেস্ট+ প্রাইজ মানি |
৪ | বেস্ট ফরওয়ার্ড | ক্লাব ইলেভেন | তানিন” | ক্রেস্ট+ প্রাইজ মানি |
৫ | আন্ডার টুয়েন্টি | পজাইডন নিও | মাশরুর | ক্রেস্ট+ প্রাইজ মানি |
৬ | ইউ সি এল টপ স্কোরার | আন্ডারগ্রাউন্ড লিজেন্ডস | সারওয়ার | ক্রেস্ট+ প্রাইজ মানি |
৭ | ইউ সি এল বেস্ট গোল
|
টিম এঞ্জেলবার্ড | আসগার হায়দার। | ক্রেস্ট+ প্রাইজ মানি |
৮ | ইউ সি এল মান অফ দ্যা ম্যাচ
|
আন্ডারগ্রাউন্ড লিজেন্ডস | সারওয়ার। | ক্রেস্ট+ প্রাইজ মানি |
৯ | মান অফ দ্যা ফাইনাল | ক্লাব ইলেভেন | রাজু | ক্রেস্ট+ প্রাইজ মানি |
১০ | ইউ সি এল ফেয়ার প্লে
|
এ. সি. সি. এফ. সি | ক্রেস্ট+ প্রাইজ মানি | |
১১ | ইউ সি এল ফরথ প্লেস
|
লাইকান্স এফ. সি | ||
১২ | ইউ সি এল থার্ড প্লেস
|
পজাইডন অল স্টার। | ||
১৩ | রানারাপ | আন্ডারগ্রাউন্ড লিজেন্ডস | ট্রফি + মেডেল + প্রাইজ মানি | |
১৪ | চ্যাম্পিয়ন্স | ক্লাব ইলেভেন | ট্রফি + মেডেল + প্রাইজ মানি |
উল্লেখ্য, ইউ. সি. এল -৫ এর কমিটিবৃন্দরা হলেন, প্রধান আয়োজক আকবর হায়দার মুন্না, কাজী পারভেজ, মাহাবুব বাবু, মিলন, হালিম সেলিম, পীযূষ সরকার, মামুন, এবং ধারাভাষে্ ছিলেন আবির ইসলাম।
0 Comment