বৃহৎ এবং রঙ্গিন ওপাহ ‘উষ্ণ-রক্তের’ মাছ পুরো-শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ওপাহ ডানার ঝাপটা দিয়ে উষ্ণতার ফাঁদ পাতে এবং ১০০ মিটারের গভীরে সাঁতার কাটার সময় হৃদয়ে, মস্তিষ্কে ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে সংরক্ষিত উষ্ণতা ফাঁদের কাজে লাগায়।

খবরঃ বিবিসি