প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগে টানা পঞ্চমবারের মত চ্যাম্পিয়ন মোহামেডান স্পোটিং ক্লাব লিঃ
নারী প্রিমিয়ার ক্রিকেট লিগে অপ্রতিরোধ্য মোহামেডান স্পোর্টিং ক্লাব লিঃ এক ম্যাচ হাতে রেখেই টানা পঞ্চমবারের মত চ্যাম্পিয়ন হলো। আজ (সোমবার) বিকেএসপিতে সুপার লিগের খেলায় সালমা খাতুনের অল রাউন্ড নৈপুন্যে রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে ১১ রানে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন মোহামেডান। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো নারী ক্রিকেটে চ্যাম্পিয়ন দেশের ঐতিহ্যবাহী দলটি।
বিকেএসপি চার নম্বর মাঠে টস জিতে মোহামেডান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের শুরুটা ভালো না হলেও মিডল অর্ডারে রুমানা ও সালমা খাতুনের জোড়া হাফ সেঞ্চুরিতে রুপালী ব্যাংকের সামনে ১৯৭ রানের বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয়। রুমানা ৬৩ বলে ৫০ এবং সালমা খাতুন ৪৭ বলে অপ্রতিরোধ্য ৬০ রান করেছেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দূর্দান্ত ব্যাটিং উপহার দিয়ে রুপালী ব্যাংকের মেয়েরা ম্যাচটিকে জমিয়ে তোলেন। ৪৫ ওভারের ম্যাচে ৩৮তম ওভারেই ৫ উইকেটে ১৬৪ রান করে ম্যাচ জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল রুপালী ব্যাংকের মেয়েরা। কিন্তু তাদের সে স্বপ্ন ভেঙ্গে যায় সালমা খাতুনের বিধ্বংসী বোলিংয়ে। তিনি একাই ৪ উইকেট দখল করেছেন। তার বোলিংয়ের বাকি ৮ ওভারে মাত্র ২২ রান যোগ করতে সমর্থ হয় রুপালী ব্যাংক। ৯ উইকেটে ব্যাংক দলটির ইনিংস থেমে যায় ১৮৬ রানে।দলের ফারজানা হক ৬৩, লতামন্ডল ৫৭ এবং শামিমা সুলতানা ৪০ রান করেন। অল রাউন্ড নৈপুন্যে সালমা খাতুন হয়েছেন ম্যাচ সেরা।
0 Comment