বাংলাদেশের নড়াইলে লোহাগড়া উপজেলায় ববিতা খানম নামে এক মহিলাকে গাছের সাথে বেঁধে নির্যাতন চালিয়েছে শ্বশুর বাড়ির লোকেরা। বিয়ে হওয়ার পরও স্ত্রীর অধিকার না পাওয়ায় বারবার স্বামীকে চাপ দিচ্ছিলেন ববিতা খানম আর তারই জের ধরে এক পর্যায়ে গত ত্রিশে এপ্রিল তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা তার উপর পাশবিক নির্যাতন চালায়।

স্থানীয় সাংবাদিক সুলতান মাহমুদ বলছিলেন, ববিতাকে একটি গাছের সাথে বেধে রেখে দীর্ঘসময় ধরে পেটানো হয় এবং তাকে সেখান থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে।

তিনি আরও জানান, ববিতার স্বামী শফিকুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন নিয়মিত সদস্য।

উল্লেখ্য, অভিযুক্ত পরিবারটি এখনও পলাতক রয়েছে এবং তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।