আজ বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মা দিবস পালিত হয়ে থাকে। এই দিনে গভীর শ্রদ্ধা ও মমতা ভরা হৃদয়ে মাকে স্মরণ করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পালিত হচ্ছে দিনটি।

দিনটি উপলক্ষে, বিপণী বিতানগুলোতে রয়েছে মায়েদের জন্য, শাড়ি, মগসহ বিভিন্ন গিফ্ট আইটেম। টিভি চ্যানেলগুলোতে থাকছে ‘মাকে নিয়ে’ টকশোসহ নানা অনুষ্ঠান।

তবে ইন্টারনেট জায়ান্ট গুগলও এর বাইরে নয়। দিনটি উপলক্ষে একটি ডুডল উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যানিমেশন করা এই বিশেষ ডুডলের মধ্য দিয়ে বিশ্বব্যাপী সকল মাকে শ্রদ্ধা জানাচ্ছে গুগল। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে এবারের বিশ্ব মা দিবসের ডুডলে।

মাকে ডুডলের শ্রদ্ধা

অ্যানিমেশন করা ডুডলে (http://www.google.com/doodles/mothers-day-2015R)S প্রথমেই দেখা যায়, একটি মা হাঁস তার পাখার নিচে পরম মমতায় আশ্রয় দিচ্ছেন বাচ্চাকে। এর পরই দেখা যায়, একটি সিংহ শাবক কাঁদছে। কান্না শুনে মুহূর্তেই শাবকের কাছে তার মা হাজির। ধারাবাহিকতায় অ্যানিমেশনটি একটি মা খরগোশে রূপান্তরিত হয়। তার কয়েকটি বাচ্চা লাফিয়ে এসে মায়ের সঙ্গে খেলায় যোগ দেয়। সবশেষে অ্যানিমেশনে হাজির হয় মানবশিশু ও তার মা। এতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা মায়ের দিকে ছুটে আসছে তাঁর সন্তান। শিশুটির হাতে একটি সূর্যমুখী ফুল। শিশুটি তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে। মা তার শিশুকে কোলে তুলে আদর দেন।

জীবনের প্রতিটি মুহূর্তে মায়ের আঁচল খুঁজে ফেরে সবাই। মা সব সময়ই থাকেন, থাকবেন—কখনো পৃথিবীর বাস্তবতায়, কখনো দেহের বন্ধন ছেড়ে চলে যাওয়ার পর সন্তানের ভালোবাসায়।

দিনটি উপলক্ষে ‘বি. ডি. নিউজ নাউ’ এর চেয়ারম্যান মোঃ মনির খান এবং এর কর্মচারীবৃন্দ, পৃথিবীর সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন এবং সাথে সাথে সকল মায়ের দীর্ঘজীবনও কামনা করছেন।