প্রশ্নবিদ্ধ নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল, সাঈদ, ও নাছির। যদিও নির্বাচন বর্জন করেছে বিএনপি, এলডিপিসহ অন্যরা।

তবে গতকাল রাতে ভোট গণণা শেষে দেখা গেল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনিসুল হক। তার মার্কা ছিল টেবিল ঘড়ি। আনিসুল হক ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল বাস প্রতীকে পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট।

ঢাকা দক্ষিণে ইলিশ প্রতীকে সাঈদ খোকন ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস মগ প্রতীকে ভোট পেয়েছেন ২ লাখ ৯৪ হাজার ২৯১ ভোট।

চট্টগ্রামে হাতি প্রতীকে আ জ ম নাছিরউদ্দিন  ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম কমলা লেবু প্রতীকে ৩ লাখ ৪ হাজার ৮৩৭ ভোট পেয়ছেন।