চীনের রাজধানী বেজিংয়ে মাও সে তুংয়ের বিখ্যাত একটি ছবিতে কালি ছেটানোর দায়ে এক ব্যক্তির চোদ্দ মাসের কারাদন্ড হয়েছে।

চীনের সংবাদমাধ্যম বলেছে, গত বছর যখন বেজিংয়ে চীনের পার্লামেন্টের বার্ষিক অধিবেশন চলছিল তখনই ওই ছবিটিতে কালি ছেটানোর ঘটনাটি ঘটে।

সুন বিং নামে এক ব্যক্তি হঠাৎ করে ছবিটির ওপর কালি ঢেলে মাওয়ের মুখটি বিকৃত করে দেন বলে চীনা মিডিয়াতে রিপোর্ট করা হয়। তবে তখন তার নাম প্রকাশ করা হয়নি। বাক্তির নামটি প্রকাশ করা হয় সাজা দেয়ার পর পরই।

উল্লেখ্য যে, ১৯৪৯ সালে চীনে বিপ্লবে নেতৃত্ব দিয়ে মাও যখন সে দেশে কমিউনিস্টদের ক্ষমতায় এনেছিলেন, তখন থেকেই তাঁর ছবিটি তিয়েন আন মেন স্কোয়ারের সামনে টাঙানো হয়।

সুত্রঃ বিবিসি