ট্রাফিক রুল মেনে চললেই নতুন গাড়ি ।
দুবাই শহরের ট্রাফিক রুল মেনে গাড়ি চালানোর কারণে অর্থাৎ ট্রাফিক রুল একবারও ভঙ্গ না করার কারনে দু’জন চালককে নতুন দুটো গাড়ি উপহার দিয়েছে। দুবাই কর্তৃপক্ষ (‘হোয়াইট পয়েন্টস’) প্রকল্পটি গ্রহণ করেছেন সকলকে নিরাপদে গাড়ি চালনায় উৎসাহিত করতে। প্রকল্পটি চালু করার পর সংযুক্ত আরব আমীরাতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা অনেক কমে গেছে, বলছে দুবাই পুলিশ এবং তারা চায় ২০২০ সালের মধ্যে এই নিহতের সংখ্যা শূন্যতে নামিয়ে আনতে।
উল্লেখ্য যে, এ পর্যন্ত মোট দেড় হাজার চালককে পুরষ্কার দেওয়া হয়েছে। তবে তাদের সবাইকে কিন্তু গাড়ি দেওয়া হয়নি। অন্যান্য উপহার দিয়েছে যেমন, ভাউচার এবং হোটেলে রাত্রিবাসের সুযোগ।
সূত্রঃ বিবিসি বাংলা
0 Comment