যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশীদের দুটো বিশেষ ফ্লাইটে আজ ভোরে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

দেশে ফিরে আসা এক বাংলাদেশী সালামুদ্দিন বলেন, তারা ইয়েমেন থেকে ভারতীয় যুদ্ধজাহাজে করে প্রথম এলেন পাশের দেশ জিবুতি এবং পরে সেখান থেকে ভারত হয়ে শেষমেশ বাংলাদেশে পৌঁছেছেন তারা।

মি: সালামুদ্দিন বলেন, প্রায় দশদিনের মতো যোগাযোগ-বিহীন অবস্থায় ভয়াবহ এক বিভীষিকার মধ্যে বেচে ছিলেন তারা।

ইয়েমেনে এখনো যারা রয়ে গেছেন তাদের জন্য দুশ্চিন্তার কথা জানালেন মি: সালামুদ্দিন।

-বিবিসি বাংলা