নাশকতা ও জঙ্গিবাদ রোধে ‘যথাযথ’ পদক্ষেপ নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাশকতা ও জঙ্গি কর্মকাণ্ড বন্ধে ‘যথাযথ’ পদক্ষেপ নিতে নির্দেশ দিলেন প্রশাসনকে।
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর পটুয়াখালী ও নেত্রকোনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটি এবং বরিশাল বিভাগীয় কমিশনারের সঙ্গে ভিডিও কনফারেন্সে সোমবার এ নির্দেশ দেন তিনি।
শেখ হাসিনা বলেন, “জ্বালাও, পোড়াও, নানা ধরনের সন্ত্রাসী, জঙ্গি কাজ করে কয়েকটি দল যেভাবে মানুষের ক্ষতি করেছে, এটা অত্যন্ত দুঃখজনক। কাজেই এ ধরনের ঘটনা যাতে আর কেউ ঘটাতে না পারে এবং জঙ্গিবাদী কোনো কর্মকাণ্ড যেন বাংলাদেশে না হয়, অবশ্যই সে ব্যাপারে আপনারা যথাযথ পদক্ষেপ নেবেন।”
অবরোধ-হরতালের নাশকতায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এরই মধ্যে একজন লেখক-ব্লগার ও একজন অনলাইন অ্যাক্টিভিস্টকে হত্যা করা হয়েছে, যাতে জঙ্গিরা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, “মাঝখানে একটা দুঃসময় গেল আমাদের। প্রায় তিনমাস পর্যন্ত। সকল বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সকলেই যেভাবে ধৈর্য ধরে এ অবস্থা মোকাবিলা করেছেন, সহযোগিতা করেছেন, সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
0 Comment