আজ রবিবার পবিত্র ইস্টার সানডে। এই দিনটি খ্রিস্টান ধরমালম্বীদের জন্য অত্যন্ত তাত্পর্যপূর্ণ ও আনন্দের। দিবসটিতে খ্রিস্ট বিশ্বাসীরা সকল বৈষম্য ভুলে গিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যিশুখ্রিস্টের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

‘ইস্টার সানডে’ সকলের জন্য সুখ, সমৃদ্ধি ও আনন্দবার্তা বয়ে আনবে বলে বিশ্বাসীদের ধারণা । এবং দিনটি উপলক্ষে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনসহ খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে আনন্দবার্তা দীর্ঘয়ায়িত করবে বলে জানা যায়।