বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বুধবার দুপুরে বিজয় নগরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সোহেলের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদসহ নিখোঁজ ছাত্রদলের নেতাদের সন্ধান ও গ্রেফতারকৃত সকল ছাত্র নেতৃবৃন্দের মুক্তির দাবীতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বিজয় নগরে বিক্ষোভ সমাবেশ করে। মিছিলে উপস্থিত ছিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনকি সম্পাদক মিজানুর রহমান সুমন, গোলাম আযম সৈকত, নাছির উদ্দিন শাওন, সাঈদুর রহমান রয়েল, হাবিবুর রহমান হাবীব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আব্দুল মালেক, মোঃ ফারুক হোসেন, মোঃ কোয়েল হোসেন, মোঃ মামুন হোসেন, এল আর ফরহাদ, ইব্রাহিম সাগর, আব্দুল আলিম, কে এম সাখাওয়াত হোসাইন, ছাত্রী নেত্রী রাহেলা হক রঞ্জু, সালাউদ্দিন আহমেদ, জুবায়ের হোসেন আক্কাস, আহমেদ শাহরিয়ার, মহানগর দক্ষিণ ছাত্রদলের মো: মনির হোসেনসহ প্রমুখ। মিছিলটি বিজয় নগর পানির ট্যাঙ্কি থেকে শুরু করে পুরানা পল্টন মোড়ে এলে পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।