গতকাল মঙ্গলবার জার্মানউইংসের এ-৩২০ এয়ারবাসটি স্পেনের উপকূলীয় শহর বার্সেলোনা থেকে  জার্মানির ডুয়েলসড্রফে যাওয়ার সময় আল্পস পর্বতমালায় বিধ্বস্ত হয়েছে। যাত্রীবাহী উড়োজাহাজটিতে ১৪৮ জন আরোহী ছিল। যার কেউই জীবিত নেই।

বিমানটির অবশিষ্টাংশের যে ভিডিও-চিত্র তোলা হয়েছে, তাতে বিমানটির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একটি পাহাড়ি উপত্যকার বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে থাকতে দেখা গেছে।

জানা গেছে ফ্রেঞ্চ আল্পস পর্বতে খারাপ আবহাওয়ার কারণে, মৃতদেহ উদ্ধার করতে কয়েকদিন সময় লাগতে পারে।

সুত্রঃ এএফপি, বিবিসি ও রয়টার্সের।