শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা হাজী নকরী মাদবর কান্দি গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, আজ সোমবার দুপুর ৩ টার দিকে আবু ফকিরের স্ত্রী সিপন বেগম রান্না করার সময় আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিপাশে ছড়িয়ে পরে। একে একে সুলতান মাদবরের ৩টি বসতঘর ও রান্নাঘর, ১টি গোয়ালঘর, বাবুল ফকিরের ২টি ঘর, আহাম্মদ ফকিরের ২টি ঘর, সবুজ ফকিরের ২টি ঘর, আবু ফকিরের ২টি ঘর, সুরুজ আলী ফকিরের ২টি ঘর ও বাবুল শেখের ২টি বসতঘর ও পাকের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া একটি গবাদী পশুও পুড়ে ছাই হয়ে গেছে। ২ বছরের শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে মারাত্মক আহত হয়েছে শিশুটির পিতা আবু ফকির। এ ছাড়া আগুন নিয়ন্ত্রন করে গিয়ে আরো ২জন আহত হয়। স্থানীয় লোকজন ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এই ঘটনায় কৃষি ফসল, নগদ টাকা, আসবাবপত্র সহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। তবে শরীয়তপুর ফায়ার সার্ভিসের ফাইটার মোঃ মোতালেব খান বলেন, আমরা অগ্নিকান্ডের খবর না পাওয়ায় ঘটনাস্থলে যেতে পারিনি।

স্থানীয় চেয়ারম্যান মো. খবির ফরাজী বলেন, অগ্নিকাণ্ডে ৪টি বাড়ির ৯টি বসতঘরসহ ১৬টি ঘর, ১টি গবাদিপশু সম্পূর্ণ পুড়ে গেছে।

এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পড়নের কাপড় ছাড়া শেষ সম্বল বলে আর কিছুই অবশিষ্ট নেই।