গুগল ডুডলে বাংলাদেশ-ভারতের পতাকা
আজ বিশ্বকাপের ২য় কোয়ার্টার ফাইনালের উত্তেজনা আরও একধাপ এগিয়ে নিতে ইন্টারনেট জায়ান্ট গুগল বাংলাদেশ-ভারত ম্যাচ তার সার্চ পেজে একটি ডুডল প্রদর্শন করেছে।
ডুডলে বাংলাদেশ-ভারতের পতাকা এবং খেলোয়াড়দের প্রতীকী ছবি দিয়েছে। এর ক্যাপশন দেওয়া হয়েছে ‘it’s India v Bangladesh in the Quarter-Finals’.
ডুডলটিতে দেখা যাচ্ছে ৬ জন খেলোয়াড়কে এবং প্রত্যেকের শরীরে গুগল লেখার ৬টি বর্ণ লেখা রয়েছে।
বিশেষ দিবস, ঐতিহাসিক দিন বা মুহূর্ত উপলক্ষে গুগল তাদের লোগো পরিবর্তন করে থাকে। যা গুগল ডুডল নামে পরিচিত।
0 Comment