শরীয়তপুরের জাজিরায় ইভটিজিং করায় এক যুবকের ২ মাসের কারাদন্ড
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার রূপবাবুরহাটে ইভটিজিং এর অপরাধে এক যুবককে ২ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মাজহারুল ইসলাম এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত যুবকের নাম মিরাজ শেখ (২২)। সে রূপবাবুরহাট সিকদারকান্দি এলাকার মৃত কুদ্দুস শেখের ছেলে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার রূপবাবুরহাট এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে স্থানীয় বখাটে যুবক মিরাজ নিয়মিত উত্যক্ত করতো। সংবাদ পেয়ে বুধবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রূপবাবুরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইভটিজিং করার প্রমাণ পাওয়ায় বখাটে মিরাজকে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা (ইভটিজিং) মোতাবেক ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটক মিরাজকে পরবর্তীতে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ সময় জাজিরা থানার এসআই সালাহউদ্দীন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
0 Comment