প্রথম কোয়ার্টার ফাইনালে শ্রীলংকাকে বড় ব্যবধানে ৯ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শ্রীলংকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে উত্তীর্ণ হল দক্ষিণ আফ্রিকা। টর্সে জিতে প্রথমে ব্যাট করতে নামা শ্রীলংকা ইমরান তাহির ও জেপি ডুমিনির বোলিং তোপে পড়ে ৩৭.২ বল খেলে সব উইকেট হারিয়ে করেন ১৩৩ রান। শ্রীলংকার পক্ষে কুমারা সাঙ্গাকারা সর্বোচ্চ ৪৫ রান করেন। এ ছাড়া লাহিরু থিরিমান্নে করেন ৪১ রান। দক্ষিন আফ্রিকার পক্ষে ইমরান তাহির ২৬ রানে নেন ৪ উইকেট ও জেপি ডুমিনি ২৯ রানে নেন ৩ উইকেট। জবাবে ১৯২ বল ও ৯ উইকেট হাতে রেখেই কাংক্ষিত জয় তুলে নেয় দক্ষিন আফ্রিকা। বিশ্বকাপের নকআউট পর্বে প্রোটিয়াদের এটাই প্রথম জয়।
বুধবার বোলারদের কল্যাণে বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো জয়ের জন্য সহজ লক্ষ্যই পেল দক্ষিন আফ্রিকা। ১৩৩ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে কুইন্টন ডি ককের ‘ঝড়ো’ ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডি ভিলিয়ার্সের দল। হাশিম আমলা ১৬ রান করে লাসিথ মালিঙ্গার বলে কুলাসেকারাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন। ৩৯ বলে ৯টি চারের সাহায্যে হাফ সেঞ্চুরি করা ডি কক ৭৮ রান নিয়ে অপরাজিত থাকেন। তার সঙ্গী ডু প্লেসিসের সংগ্রহ ২১ রান।
প্রোটিয়াদের হয়ে ইমরান তাহির ২৬ রানে ৪টি ও হ্যাটট্রিক করা ডুমিনি ২৯ রানে নেন ৩টি উইকেট। একটি করে উইকেট নেন স্টেইন, মরকেল ও কাইল অ্যাবট।
0 Comment