বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি’এন’পি)র যুগ্ন-মহাসচিব ও বি’এন’পির মুখপাত্র সাবেক ছাত্রনেতা সালেহ উদ্দিন আহমেদকে ‘গুমের ষড়যন্ত্র’ ও গণতন্ত্র পুনঃরুদ্ধারে লাগাতার অবরোধ এবং ৭২ ঘণ্টা হরতালের সমর্থনে পুরান ঢাকার ইসলামপুর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অগ্রনী ব্যাংক এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ জুয়েল মৃধা ও শহিদুল ইসলাম শহিদ। আরও উপস্থিত ছিল শাহাদত,সম্রাট,অলিউর রহমান, বাধন, হিরা, রতন, আলমগীর, নুর, বেলাল, আসাদ, রাহি ও রবিউল প্রমূখ।