ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসার কামিলের (স্নাতকোত্তর) ১৫ ও ১৬ মার্চের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনিবার্য কারণে ওই দুই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য পরীক্ষার তারিখ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপরিবর্তিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্ল্যা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।