চলমান হরতাল-অবরোধের প্রভাব বাংলাদেশের অর্থনীতিকে বিপর্যস্ত করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ অস্থির পরিস্থিতিতে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরের তুলনায় কমবে বলেও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, আইএমএফ মিশনের এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় আঞ্চলিক বিভাগের উপপ্রধান রড্রিগো কিউবেরো। নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি জানান, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি প্রায় ৬ শতাংশ হবে।

সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে প্রবৃদ্ধি হবে অনেক কম হবে বলেও জানান তিনি।

ছয় সদস্যের এ মিশন তিন বছর মেয়াদি সম্প্রসারিত ঋণ সুবিধার (ইসিএফ) পর্যালোচনা করতে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ঢাকায় অবস্থান করছে।

ইসিএফের পঞ্চম ও ষষ্ঠ কিস্তির মূল্যায়ন শেষে সফরকারী দলের পর্যালোচনার কথা জানাতে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক এ দাতা সংস্থাটি। এতে সংস্থার ঢাকা অফিসের প্রধান স্টেলা কান্ডেরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় আঞ্চলিক বিভাগের উপপ্রধান কিউবেরো বলেন, চলতি বছর শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার কারণে বাংলাদেশের অর্থনীতি গতিশীল ছিল। কিন্তু সাম্প্রতিক কয়েক মাসের অস্থিতিশীলতার জন্য অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান হলে আগামী ২০১৫-১৬ অর্থবছরে প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হতে পারে।