হেলিকপ্টার বিধ্বস্ত আর্জেন্টিনায়, নিহত ১০
আর্জেন্টিনার উত্তরপশ্চিমাঞ্চলীয় লা রোজা প্রদেশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে আট ফরাসি নাগরিক ও দুই আর্জেন্টাইন পাইলটসহ হেলিকপ্টার দুটির ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে, নিহতদের মধ্যে ফ্রান্সের দুজন অলিম্পিক অ্যাথলেট রয়েছেন।
এর হলেন সাতারু কামিলি মুফাত ও মুষ্টিযোদ্ধা আলেক্সিস ভাসটাইন।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেস থেকে ১,১৭০ কিলোমিটার দূরের ভিলা ক্যাসতেল্লি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে লা রোজার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
চ্যানেল টিএফওয়ান’র জনপ্রিয় সেলিব্রেটি শো ‘ড্রপড’ এর শুট্যিং এ হেলিকপ্টার দুটি ব্যবহৃত হচ্ছিল। ওই শো’টিতে সেলিব্রেটিদের হেলিকপ্টারে নিয়ে বিরান প্রকৃতির মাঝে ছেড়ে দিয়ে তাদের বাঁচার লড়াই দেখানো হয়।

দুর্ঘটনার প্রতিক্রিয়ায় এই শো’তে অংশগ্রহণকারী সাবেক ফরাসি ও আর্সেনাল ফুটবল খেলোয়ার সিলভাইন উইলটর্ড এক ট্যুইটে বলেছেন, “আমি আমার বন্ধুদের হারিয়ে মর্মাহত। আমি ভীত, আমি আতঙ্কিত, আমার কিছু বলার নেই, আমি কিছু বলতে পারবো না।”
দুর্ঘটনার কারণ পরিষ্কার নয়। যে পার্বত্য এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেখানকার আবহাওয়া ভালো ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।
টিএফওয়ানের পক্ষ থেকে এক বিবৃতিতে এই দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে তাদের পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি সহমর্মিতা জানানো হয়েছে।
http://Boyarka-inform.com/
What’s Happening i’m new to this, I stumbled upon this I’ve found It positively useful
and it has helped me out loads. I hope to give a contribution & help different users like its aided me.
Good job. http://Boyarka-inform.com/