নেইমার ও ক্রিস্তিয়ানো রোনালদোকে হারিয়ে ২০১৫ সালের ফিফা ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার লিওনেল মেসি। তিনি পঞ্চমবার জন্য বিশ্বের সেরা প্লেয়ারের জন্য ফিফা ব্যালন ডি’অর পুরস্কার পেলেন ।

শুধু ২০১৫ নয়, এর আগে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা চারবার পুরস্কারটি জিতেছিলেন।

ভোটের মাদ্যমে বর্ষসেরা ফুটবলার বাছাই করা হয়েছিলো । এতে মেসি পেয়েছেন মোট ৪১.৩৩ শতাংশ ভোট। রোনালদো ২৭.৭৬ শতাংশ আর নেইমার ৭.৮৬ শতাংশ ভোট পান।

২০১৫ সালের মেসির রেকর্ড :

– ৬১ ম্যাচে ৫২ গোল, সতীর্থদের দিয়ে করান ২৬ গোল।

– সব টুর্নামেন্ট মিলিয়ে প্রতি ১০১ মিনিটে একটি গোল করেন এবং প্রতি ২০২ মিনিটে একটি গোল করান।

– শুধু লা লিগায় প্রতি ৮০ মিনিটে গোল করেছেন একটি। এই হার ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে কমপক্ষে ১০টা গোল করেছেন এমন খেলোয়াড়দের মধ্যে সেরা।

– ২০১৫ সালে ইউরোপের ছয়টি ক্লাব টুর্নামেন্টের সবকটিতে গোল করেন, তার মধ্যে বার্সেলোনা জেতে পাঁচটি।

– লা লিগায় মোট ৪৯টি গোলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন মেসি; ৩৪টি করেন ও ১৫টি করান। যা ২০১৫ সালে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ।

বিগত ব্যালন ডি’অর বিজয়ী

২০১৪: ক্রিস্টিয়ানো রোনালদো
২০১৩: ক্রিস্টিয়ানো রোনালদো
২০১২: লিওনেল মেসি
২০১১: লিওনেল মেসি
২০১০: লিওনেল মেসি
২০০৯: লিওনেল মেসি
২০০৮: ক্রিস্টিয়ানো রোনালদো
২০০৭: কাকা
২০০৬: ফ্যাবিও Cannavaro
২০০৫: রোনালদিনহো
২০০৪: আন্দ্রেই শেভচেঙ্কো
২০০৩: পাভেল Nedved

ছবি : ফিফা