যাকাত প্রদান বা অন্য যে কোন অনিয়ন্ত্রিত বড় সমাবেশে পুলিশের সহায়তা নেয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক । শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান হয় । বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানের অন্তত একদিন আগে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ বিষয়ে অবহিত করতে বলা হয়েছে। ‘www.police.gov.bd এই ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট জেলার এসপি বা থানার ওসিকে তথ্য দেওয়া যাবে । অন্যথায়  এরূপ জনসমাগমস্থলে মানুষের নিরাপত্তা ব্যাহত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে ময়মনসিংহে জাকাত আনতে গিয়ে একটি কারখানায় হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ২৭ জনের মৃত্যু হয়। এ ঘটনায় কারখানা মালিককে গ্রেপ্তার করা হয়। পরে মালিকসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করে পুলিশ।