বিদেশী খেলোয়াড় নেয়া থেকে সরে দাঁড়িয়েছেন বাফুফে
অনেক দিন ধরেই শুনা যাচ্ছিলো, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তিনজন বিদেশী খেলোয়াড়দের নিয়ে জাতীয় দল গঠন করবে। এই তিন খেলোয়াড় নাইজেরিয়া, ঘানা ও গিনি থেকে নিবে বলে সিদ্ধান্ত নেয় বাফুফে। এরই পরিপ্রেক্ষিতে, তাদের নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে নেওয়ার ব্যাপারে অনেকদূর এগিয়ে গিয়েছিলো বাফুফে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সকল পক্রিয়া শেষ করে কাগজপত্র জমা দেওয়ার কথাও ছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত বাফুফে সিদ্ধান্ত পরিবর্তন করেছে এবং বর্তমানে যারা দলে রয়েছে তাদের নিয়েই ভবিষ্যৎ প্রস্তুতি নিবে বলে জানিয়েছে বাফুফে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলছিলেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের উন্নতির জন্যই এরকম সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু এ সিদ্ধান্তর প্রেক্ষিতে যেরকম আলাপ আলোচনা শুরু হয়েছে, তাতে আমরা কিছুটা অস্বস্তি বোধ করছি এবং সিদ্ধান্ত থেকে সরে এসেছি।
মিঃ নাঈম আরও বলেন, ফুটবলের উন্নয়নের জন্য বিভিন্নভাবে বাফুফে কাজ করছে এবং তরুণ প্রতিভাদের খুঁজে বের করতে নানা উদ্যোগও নেয়া হয়েছে। কিন্তু এসব উদ্যোগের ফলাফল পেতে তিন/চার বছর সময় লেগে যাবে। তাই এই অন্তর্বর্তী সময়ে একটি স্বল্পমেয়াদী সমাধান হিসাবে বিদেশী খেলোয়াড়দের জাতীয় দলে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু ব্যাপারটিকে নিয়ে যখন সমালোচনা হচ্ছে তাই এই সিদ্ধান্ত থেকে আমরা সরে দাঁড়ালাম।
-বিবিসি
0 Comment