সিস্টার নির্মলা আর নেই
মঙ্গলবার ৮১ বছর বয়সে মিশনারিজ অব চ্যারিটির প্রধান সিস্টার নির্মলা মৃত্যুবরণ করেছেন।
মিশনারিজ অব চ্যারিটির এক কর্মকর্তা বলেছেন, সিস্টার নির্মলা কয়েকদির ধরেই অসুস্থ ছিলেন।
কলকাতার শিয়ালদহের সেন্ট জন’স চার্চে মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলার মরদেহ রাখা হয়েছে। বুধবার তার মরদেহ কলকাতার মাদার হাউসে নেওয়া হবে। বিকালে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী সিস্টার নির্মলার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
সূত্র: এনডিটিভি।
0 Comment