গতকাল সোমবার মিয়ানমার বিজিপি ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. থিন কো কো মোবাইল ফোনে নায়েক রাজ্জাককে ফিরিয়ে দিতে শর্ত দিয়েছে। শর্তে বলা হয়েছে, সাগর থেকে আটক করা ৫৫৫ জন অভিবাসীকে ফেরত নিলে বিজিপি নায়েক রাজ্জাককে ফেরত দিবে। তারা দাবি করেন ৫৫৫ জন অভিবাসী রোহিঙ্গা না তারা বাংলাদেশি।

উল্লেখ্য, গত বুধবার সকালে নাফ নদীতে বাংলাদেশের জলসীমায় দুটি নৌকায় তল্লাশি চালায় টহলরত বিজিবি’র একটি দল। এ সময় মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি) পূর্বদিক থেকে একটি ট্রলারে করে এসে বিজিবির টহল দলের ওপর বেপরোয়া গুলিবর্ষণ করে। এতে বিজিবির সিপাহি বিপ্লব কুমার (২১) গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে আহত বিপ্লব কুমারকে নিয়ে বিজিবি দল নিরাপদ অবস্থানে চলে এলেও অপর সদস্য নায়েক আব্দুর রাজ্জাককে অপহরণ করে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।

গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নায়েক আব্দুর রাজ্জাককে যে কোন সময় ফিরিয়ে আনা হবে। এ ব্যাপারে পতাকা বৈঠক যে কোন সময় অনুষ্ঠিত হবে এবং এ বৈঠকের মধ্যে দিয়ে নায়েক রাজ্জাককে দেশে ফেরত আনা হবে।