বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংশায় আবারো পঞ্চমুখ সুনীল গাভাস্কার বললেন, ‘বাচ্চারা’ এখন বড় হয়ে গেছে।  ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের পরে এনডিটিভিকে দেয়া সাক্ষাত্কারে তিনি এই মন্তব্য করেন।

 

সুনীল গাভাস্কার বলেন, প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিয়ে এই দুটো জয় হয়েছে। দুইটিতেই বড় ব্যবধানে হেরেছে ভারত।

তিনি আরও বলেন, এই সিরিজের প্রথম দুটো ম্যাচ দেখে অবশ্যই বলতে হবে ভারতের চেয়ে বাংলাদেশ ভালো খেলেছে। মাঠে তারা তা প্রমাণ করেছে।