আজ থেকে বাংলাদেশে চালু হচ্ছে বিনামূল্যে একটি বিশেষ ইন্টারনেট সেবা। প্রাথমিকভাবে মোট ২৬টি ওয়েবসাইট বিনামূল্যে দেখা যাবে। যার মধ্যে রয়েছে দেশের প্রথম সারির কয়েকটি সংবাদপত্র, জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টাল জানিয়েছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা।

এই প্রকল্পে (www.internet.org) ডেটা খরচ ছাড়াই ইন্টারনেট ব্যবহারের সুবিধা উপভোগ করতে পারবে গ্রাহকরা। তবে প্রকল্পে সহায়তাকারি প্রতিষ্ঠান ‘রবি’ গ্রহকরা শুরুতেই এই সুবিধা পাবে এবং পরবর্তীতে অন্য অপরেটররাও এতে যুক্ত হবেন।

ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ইন্টারনেট সেবা সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই ইন্টারনেট ডট ওআরজি প্রতিষ্ঠা করেন। যার মূল লক্ষ্য, এশিয়া, আফ্রিকাসহ বিভিন্ন মহাদেশে ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়া।

উল্লেখ্য, তানজানিয়া, কেনিয়া, কলাম্বিয়া, ঘানা, জাম্বিয়া ও ভারতে এ প্রকল্প চালু হয়েছে।