আগামীকাল মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ (সোমবার) রাত ১২ টা থেকে ২৮শে এপ্রিল মধ্যরাত পর্যন্ত বেবিট্যাক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো এবং ২৯ এপ্রিল বেলা তিনটা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে আওতামুক্ত থাকবে জরুরি সেবা ও পণ্য পরিবহন

এছাড়া ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ২৮ এপ্রিল নির্বাচনের দিন সাধারণ ছুটির কথা ঘোষণা করা হয়েছে।

সরকাররের তথ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানায়।

সূত্রঃ বিবিসি বাংলা