শনিবার ভোরে সিরাজগঞ্জের বানিয়াগাঁতিতে বাস-ট্রাক সংঘর্ষ ঘটে। এতে নিহত হয়েছেন ৩ জন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের মধ্যে চায়না বেগম (৪০)  নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি কুড়িগ্রামের পাথরখাদা গ্রামে। অপর দুইজনের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো একজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।