কুমিরের চোয়াল থেকে মেয়েকে বাঁচালেন মা।
ভারতের ভাদোদারার পাদ্রা শহরের থিকারিয়ামুবারাক গ্রামে শুক্রবার কুমিরের সঙ্গে লড়ে মেয়েকে বাঁচালেন মা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ১৯ বছর বয়স্ক তরুণী কান্তা বানকার বিশ্বমৈত্রী নদীতে কাপড় পরিষ্কার করতে গিয়েছিলেন। সে সময় একটি প্রাপ্ত বয়স্ক কুমির মেয়েটির একটি পা কামড়ে ধরে পানিতে টেনে নিয়ে যাওয়া শুরু করে। তখন তার মা দিবালি এক হাত দিয়ে মেয়ের হাত ধরে অন্য হাতে কাপড় পরিষ্কার করার ব্যাট তুলে কুমিরকে সজোর আঘাত করতে থাকেন। মেয়েকে বাঁচানোর জন্য প্রায় ১০ মিনিট ধরে কুমিরের সঙ্গে এ লড়াই চলতে থাকে। অবশেষে কুমিরটি মেয়ের পা ছেড়ে দিতে বাধ্য হয় এবং পালিয়ে যায়।মারাত্মক জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা জানায়।
জানুয়ারিতে বনবিভাগের করা এক জরিপে দেখা যায় বিশ্বমৈত্রী নদীতে ২৬০টির বেশি কুমির আছে।
সুত্রঃ টাইমস অব ইন্ডিয়া
0 Comment