ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিকল্পনা করেছিলেন প্রায় সাড়ে চার লক্ষ মাইল ব্রডব্যান্ড ক্যাবল বসিয়ে আড়াই লক্ষ গ্রামকে তিন বছরের মধ্যে ইন্টারনেটের আওতায় আনার। কিন্তু তার সেই পরিকল্পনা আজ বাঁধার মুখে পড়েছে বানরের কারনে।

এমন আবস্থায় উদ্বিগ্ন প্রকৌশলী এপি শ্রীভাসটাভা বলেন, আমরা এখান থেকে মন্দিরগুলো সরাতে পারছি না। এখানকার কোন কিছুই আমাদের পক্ষে সরানো সম্ভব নয়। আর তাই এখানে থাকা বানরগুলোওকেও সরানো যাচ্ছে না। তারা সব তার কেটে ফেলছে এমনকি সেগুলো খেয়েও ফেলছে”।

তিনি আরও বলেন, বানরের উপদ্রুপ থেকে বাঁচার জন্য আমরা পথ খুঁজছি কিন্তু পাচ্ছি না। এবং তাদের কাছে বিকল্প পথের খোঁজও প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে।

উল্লেক্ষ যে, ভারতের গঙ্গা নদীর তীরে অবস্থিত ভারানাসি এবং এটি হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে ধর্মীয় পবিত্র স্থান হিসেবে পরিচিত। সেখানকার স্থানীয় মানুষ এবং পর্যটকরা এই বানরদের পবিত্র বলে মনে করে এবং তাদের খেতেও দেয়।

সূত্রঃ বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি ।