যুক্তরাজ্যে বাসের গায়ে রং আর দলীয় স্লোগান লিখে নির্বাচনী প্রচারণা।
যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলো বাসের গায়ে রং আর দলীয় স্লোগান লিখে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। গত সোমবার যুক্তরাজ্যের পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করার পর ওই দিনই বিশেষ বাস উদ্বোধনের মাধ্যমে শুরু হয় কনজারভেটিভ, লেবার ও লিবারেল ডেমোক্রেট পার্টির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।
রাজনৈতিক দল কনজারভেটিভদের দলীয় রং নীল তাই বাসটিও সাজিয়েছে নীল রং দিয়ে এবং তাদের দলীয় নির্বাচনী স্লোগান হচ্ছে ‘পরিবর্তনের জন্য ভোট দিন’।
লেবার দলের বাসটি ছাই রঙের এবং তাদের দলীয় নির্বাচনী স্লোগান ‘ভালো পরিকল্পনা, ভালো ভবিষ্যৎ’। নারী ভোটারদের আকৃষ্ট করতে তারা অবশ্য ‘গোলাপি’ মাইক্রোবাসও নামিয়েছে প্রচারণার ময়দানে।
আরেক রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটদের রং হলুদ এবং তাদের দলীয় নির্বাচনী স্লোগান ‘শক্তিশালী অর্থনীতি, ন্যায়সংগত সমাজ, সবার জন্য সুযোগ’। অন্যান্যদের তুলনায় অনাদের বাসটি একটু বড়।
এভাবেই চলছে যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা। মজার ব্যাপার হল প্রচারণার জন্য যে বাস গুলো ব্যবহার করা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে ‘ব্যাটল বাস’।
0 Comment