লালমাই পাহাড়
লালমাই পাহাড় বাংলাদেশের এক বিরল প্রতীক । এ পাহাড়টি অবস্তিত কুমিল্লা শহর ও বরুড়া উপজেলা জুড়ে। পাহারটি উত্তর – দক্ষিণ এ ১১ মাইল লম্বা ও পূর্ব – পশ্চিম এ ২ মাইল চওড়া। এই পাহাড়ের মাটি লাল হওয়ার কারন এ নাম করণ করা হয়েছে লালমাই। পাহাড়টি্র উচ্চতা ৫০ ফুট।