রুবেলকে নিয়ে আর ভাববেন না হ্যাপী!
আত্মহত্যার চেষ্টার পর কিছুটা সুস্থ হয়ে নতুন করে জীবন শুরু করেছেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। শনিবার দুপুর ৩টার দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেন, কারো জন্য আর ভাববো না। নতুন জীবন শুরু করেছি। যেখানে শুধু আমি। স্ট্যাটাস শেষে লিখেন ফিলিং ডিটারমাইনড। এর কিছু সময় আগে নতুন একটি ছবি ফেসবুকে আপলোড করেন হ্যাপি।নতুন জীবন শুরু করেছেন […]