নোয়াখালীর চাটখিল পৌর এলাকায় অস্ত্র সহ দুই ছাত্রলীগ কর্মী আটক !!!
নোয়াখালীর চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাতে ১৩.৩০ মিনিটে উপজেলার কাচারি বাজার নামক স্থান থেকে অস্ত্র সহ দুই যুবককে আটক করে । আটককৃত দুই যুবক হলো মোঃ কায়সার (২২), পিতা নূরনবী ও জুয়েল(২০) ,পিতা বাহার। তাদের উভয়ের বাড়ি পৌরসভার ২নং ওয়ার্ড সুন্দরপুর গ্রামে। আটককৃতদের কাছ থেকে ০১ টি এল জি উদ্দার করা হয়।আটকের […]