নোয়াখালীর চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাতে ১৩.৩০ মিনিটে উপজেলার কাচারি বাজার নামক স্থান থেকে অস্ত্র সহ দুই যুবককে আটক করে । আটককৃত দুই যুবক হলো মোঃ কায়সার (২২), পিতা নূরনবী ও জুয়েল(২০) ,পিতা বাহার। তাদের উভয়ের বাড়ি পৌরসভার ২নং ওয়ার্ড সুন্দরপুর গ্রামে। আটককৃতদের কাছ থেকে ০১ টি এল জি উদ্দার করা হয়।আটকের […]