গর্বহারে শহরের কমিশনার মোহামেদ আলী বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সোমালিয়া-কেনিয়া সীমান্ত বরাবর গেদো অঞ্চলে আল শাবাবের ঊর্ধ্বতন তিন কমান্ডারকে বহনকারী দুটো যানে ড্রোন হামলা হয়। সিনহুয়া বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

আলী বলেন, “ঊর্ধ্বতন গোয়েন্দা কমান্ডার আদেন গারার ও তার দলকে লক্ষ্য করেই ড্রোন হামলা চালানো হয়েছে।”

এলাকার অধিবাসীরা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছে। দুটো যান পুরোপুরি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

আল শাবাব সোমালিয়ার কেন্দ্রস্থলে একটি অঞ্চলিক প্রশাসনিক সদরদপ্তরে হামলা শুরু করার কয়েক ঘণ্টা পরই এ ড্রোন হামলা হয়।