ফেনী শহরের তাকিয়া রোডে দেশের তৃতীয় বৃহত্তম শুটকির বাজার। এখানে মাসে লেনদেন হয় প্রায় ১৫ কোটি টাকা। এই বাজার থেকে পাশ্ববর্তী ২০ থেকে ২৫টি জেলায় শুটকি বিপনন করা হয়। তবে এখানে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ও শুটকি রক্ষনাবেক্ষনের জন্য কোন হিমাগার না থাকায় ব্যাপক সংকটের মুখে পড়ছে  আড়ৎদারদের।

দেশের বৃহত্তম শুটকি বাজার চট্টগ্রাম ও সৈয়দপুরের পরেই বিক্রির দিক থেকে ফেনীর অবস্থান। এখান থেকে ফেনীর বিভিন্ন উপজেলা ছাড়াও নোয়াখালী, কুমিলা, খাগড়াছড়ি, লক্ষীপুরসহ বিভিন্ন জেলায় শুটকি বিপনন করা হয়। ফেনীতে শুটকি আসে পাকিস্তান, মায়ানমার ও ভারত ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে।