খালেদার সঙ্গে আইনজীবিদের প্রথম সাক্ষাৎ
দুর্নীতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার দুই আইনজীবী।
সন্ধ্যায় সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও জ্যেষ্ঠ আইনজীবী নিতাই রায় চৌধুরী পুলিশের অনুমতি নিয়ে গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। রাত ৮টার দিকে তারা কার্যালয় থেকে বেরিয়ে আসেন।
গত ১৮ ফেব্রুয়ারি জিয়া ট্রাস্টের দুটি দুর্নীতির মামলায় ঢাকা মহানগর বিশেষ জজ পরোয়ানা জারির পর আইনজীবীর সঙ্গে বিএনপি চেয়ারপারসনের প্রথম দেখা হলো।
বিকাল সাড়ে ৫টার দিকে এই দুজন এসে পরিচয় দিয়ে কার্যালয়ে প্রবেশের অনুমতি চাইলে পুলিশ প্রথমে তাদের ফিরিয়ে দেয়। কিছুক্ষণ পর তাদের আবার ডেকে এনে কার্যালয়ে ঢুকতে দেয়।
সাক্ষাৎ শেষে কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের নিতাই রায় চৌধুরী বলেন, “আমরা ম্যাডামের আইনজীবী হিসেবে তার সঙ্গে মামলার আইনগত বিষয় নিয়ে আলোচনা করেছি। হাইকোর্টের বিচারাধীন মামলার শুনানির বিষয়ে আলোচনা হয়েছে। ওইসব মামলার বাইরে অন্য কোনো বিষয়ে আমরা আলোচনা করিনি।”
গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে খালেদা জিয়ার আগামী ধার্য্কৃত দিনে আদালতে হাজিরা দেবেন কিনা জানতে চাইলে এই আইনজীবী বলেন, “এ বিষয়ে সময়মত আপনারা দেখতে পারবেন।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিতাই জানান, খালেদা জিয়া সুস্থ আছেন। তার মনোবল দৃঢ় আছে।
জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা সোয়া পাঁচ কোটি টাকার দুর্নীতির মামলায় নির্ধারিত তারিখ ১৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাজির না হওয়ায় ঢাকা মহানগর বিশেষ আদালত-৩ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী দলের আইন বিষয়ক সহ সম্পাদক পদে রয়েছেন।
0 Comment