সপ্নপুরি উত্তরবঙ্গের পর্যটকদের জন্য বিস্ময়কর কৃত্রিম স্পট । এটি অবস্থিত দিনাজপুর জেলায় । এখানে কৃত্রিম পর্যটন স্পট পর্যবেক্ষন সহ পুরো দিন উপভোগ করা যাবে মনের আনন্দে । কেউ যদি রাত যাপন করতে চাই এখানে তাদের জন্য রয়েছে বিশ্রাম ঘরের সুবিধা কিন্তু তবে এক্ষেত্রে অগ্রিম বুক করতে হয় । এখানে প্রতি বছর অনেক দর্শনার্থী আশে তাদের প্রিয়জনদের সাথে নিয়ে।

অসংখ্য সবুজ দেবদারু গাছের সৌন্দর্য আর বিস্তীর্ণ ঝিলের তীরে ফুটন্তগোলাপ বাগানের মাঝখানে স্থাপিত অপরূপ সুন্দর “নিশিপদ্ম”। পর্যটকদের বিনোদনের জন্য আরো রয়েছে বিশাল দিঘিতে স্পিডবোট ও ময়ূরপঙ্খীনাও, দুইঘোড়া চালিত টমটম, হরেক রকম সুগন্ধ ও সৌন্দর্য এবং স্বচ্ছ পানির ফোয়ারা বিশিষ্ট কয়েকটি ফুল বাগান এবং বিশ্রামের জন্য আকর্ষণীয় রেষ্টহাউস ও ডাকবাংলোসহ বিনোদনের আরো অনেক উপকরণ।

সপ্নপুরি পিকনিকের জায়গা হিসেবে খুবই জনপ্রিয় এবং পরিচিতি লাভ করেছে । এই বিস্ময়কর কৃত্রিম স্পটটি পরিদর্শন করার জন্য প্রবেশ মূল্য ২৫ টাকা দিতে হবে প্রত্যেক দর্শনার্থীকে । তবে ৫ বছরের কম বয়সের শিশুদের জন্য এটি প্রযোজ্য নয়। এখানে রয়েছে বিভিন্ন ধরণের রাইডস এ চড়ার সুবিধা।

রাইডসের নাম এবং টিকেট মূল্য;

১) চিড়িয়াখানা = ২০ টাকা

২) কৃত্রিম চিড়িয়াখানা = ৩০ টাকা

৩) সূর্য রাইড = ১০ টাকা

৪) টমটম = নির্ধারিত মূল্য থেকে কমানো যাবে।

৫) রংধনু রাইড = ১০ টাকা

৬) বিস্ময়কর চক্র = ১০ টাকা

৭) চাকা রাইড = ১০ টাকা

৮) রেলগাড়ি = ১০ টাকা

দিনাজপুর শহর থেকে ৫২ কিমি দক্ষিণে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে স্বপ্নপুরী অবস্থিত। বাসযোগে যাওয়া যেতে পারে অথবা রেলযোগে ফুলবাড়ী রেল স্টেশনে নেমে অটোরিক্সায় যাওয়া যায়।