বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা সবার উপরে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনা
বিশ্বের সেরা বাসযোগ্য শহরের তালিকায় একেবারে তলানিতে বাংলাদেশের রাজধানী ঢাকা। নিউ ইয়র্ক ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মার্সার কর্তৃক পরিচালিত ২০১৫ সালের সমীক্ষায় ২৩০টি দেশের মধ্যে ঢাকার অবস্থান ২১১তম। সবার নিচে রয়েছে ইরাকের বাগদাদ শহরে।
শহরের পরিস্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা, চাকুরির সহজলভ্যতা ও বাসিন্দাদের জীবনযাত্রার মানের ওপর ভিত্তি করে ওই সমীক্ষা চালানো হয়।
সেরা বাসযোগ্য শহরের তালিকায় সবার ওপরে রয়েছে ইউরোপের দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এছাড়া সেরা দশে রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ, নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ড, জার্মানির রাজধানী মিউনিখ, কানাডার ভ্যাঙ্কুভার, জার্মানির ডাসেলডর্ফ, ফ্রাঙ্কফুট, সুইজারল্যান্ডের রাজধানী ও সম্মেলনের শহর জেনেভা, ডেনমার্কের কোপেনহেগেন ও অস্ট্রেলিয়ার সিডনি। আশ্চর্য করার মতো বিষয় হলো- বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্রের কোনো শহর সেরা ২০-এ নেই। যুক্তরাষ্ট্রের শহর হিসেবে সেরা তালিকায় রয়েছে সানফ্রান্সিসকো (২৭)।
সেরা পঞ্চাশের মধ্যে এশিয়া দেশ জাপানের দুটি শহর রয়েছে যথা-রাজধানী টোকিও ও কোবি। ভারতের হায়দরাবাদ (১৩৮), পুনে (১৪৫) আইটি হাব ব্যাঙ্গলুরু (১৪৬), চেন্নাই (১৫১) বাণিজ্যক রাজধানী মুম্বাই (১৫২) ও রাজধানী দিল্লি (১৫৪) তম স্থানে রয়েছে। পাকিস্তানের লাহোর ১৯৯ ও করাচি ২০১তম স্থানে থাকলেও ঢাকা ছাড়া বাংলাদেশে আর কোনো শহর ওই তালিকায় স্থান পায়নি।
0 Comment